Bangla
19 days ago

তাজনূভা জাবীন মিথ্যাচার ও প্রোপাগান্ডার শিকার: এনসিপি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ফাঁসের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে নিয়ে মিথ্যা তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এনসিপির যুগ্ম আহ্বায়ক (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং তথাকথিত ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যরা পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ ও যৌন হয়রানিমূলক প্রচারণা চালাচ্ছেন। এনসিপির ভাষ্য অনুযায়ী, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়— অতীতেও দলের নারী নেতাদের লক্ষ্য করে একই ধরনের আক্রমণ হয়েছে, যা নারীর প্রতি অবমাননা ও নিপীড়নের পাশাপাশি তাদের রাজনৈতিক সক্ষমতা খর্ব করার ষড়যন্ত্র।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে নারীরা রাজনৈতিক কর্তাসত্তা পুনরুদ্ধার করলেও, পুরনো রাজনৈতিক ব্যবস্থার অনুগামীরা তা মেনে নিতে না পেরে এনসিপির নারী নেতৃত্বকে টার্গেট করছেন। এ প্রসঙ্গে একটি মূলধারার দৈনিক পত্রিকার ‘ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড’ প্রকাশের বিষয়টিও সমালোচনার মুখে পড়ে, যা দলটির মতে, তাজনূভাকে আরও বেশি অরক্ষিত করে তোলে।

এনসিপি অভিযোগ করেছে, এমনকি কিছু ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক কর্মী এবং কিছু গণমাধ্যমকর্মীও এ প্রচারণায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, যা অত্যন্ত হতাশাজনক।

দলটি স্পষ্টভাবে জানায়, নারীদের বিরুদ্ধে এ ধরনের নিপীড়ন ও অপপ্রচারের বিরুদ্ধে এনসিপি সর্বশক্তি দিয়ে আইনি প্রতিরোধ গড়ে তুলবে, এবং প্রয়োজন হলে অনলাইন ও অফলাইন— উভয় পরিসরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। 

শেয়ার করুন