প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
গত ১০ দিনে বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের দর প্রায় ২ দশমিক ৯০ টাকা কমেছে। বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের এই দরপতনের পেছনে রয়েছে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ বৃদ্ধি এবং ডলারের চাহিদা হ্রাস।
রোববার বেশিরভাগ ব্যাংকে রেমিট্যান্সের ডলার কেনা হয় ১২০ টাকায়, যা গত সপ্তাহের শুরুতে ১২২.৮০-১২২.৯০ টাকার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। কিছু ব্যাংক বৃহস্পতিবার পর্যন্ত ১২০.৫০ টাকা পর্যন্ত রেমিট্যান্স ডলার কেনার কথা বললেও, দিনের শেষে কোনো ব্যাংকই ১২০ টাকার বেশি দিতে রাজি হয়নি।
বৈদেশিক মুদ্রা সংস্থাগুলোর মতে, প্রাথমিক অফার কিছুটা বেশি থাকলেও বাজারে ডলারের অতিরিক্ত জোগান এবং কম চাহিদার কারণে দাম কমেছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক আলোচনা এবং আমদানি চাহিদার হ্রাসও ডলারের দরপতনে ভূমিকা রেখেছে।