Bangla
8 months ago

টাকায় জুলাই বিপ্লবের গ্রাফিতি সংযুক্তির সিদ্ধান্ত অনুমোদন

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে, যেখানে জুলাই বিপ্লবের সময় সরকার পতনের দাবিসংবলিত গ্রাফিতি ও ধর্মীয় স্থাপনার ছবি সংযোজন করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রচলিত নোট থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ঈদুল আজহার আগেই এই নতুন নোট বাজারে আসতে পারে। 

আজ রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ৪৩৮তম বোর্ড সভায় নতুন নোটের নকশা পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা। 

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন নোট ছাপানোর কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় বঙ্গবন্ধুর ছবিটি নোট থেকে বাদ দেওয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে "দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড" নতুন নোট ছাপার দায়িত্ব পাবে। 

প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ টাকা মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে সংরক্ষণ করা হয়। প্রয়োজনে সেখান থেকে বাজারে টাকা ছাড়া হয়। যদি প্রিন্ট করা টাকা বাজারে না ছাড়া হয়, তবে সেটি বাংলাদেশ ব্যাংকের মানি সার্কুলেশন প্রতিবেদনে "ভল্টের টাকা" হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। 

গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে হুসনে আরা শিখা জানান, বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এবি ব্যাংকসহ অন্য কোনো ব্যাংকের জরিমানা মওকুফ করা হয়নি। তবে, অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে "ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১" এর ১০৯ ধারার ১১ উপধারা অনুযায়ী জরিমানা আরোপের অনুমোদন দেওয়া হয়েছে। এই ধারায় ৩ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। 

সভায় সীমান্ত ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে মূলধন সংগ্রহের সময়সীমা চলতি বছরের ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী বছরের জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন