Bangla
3 days ago

তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় খালাসের রায় প্রকাশ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় দেয়া হাইকোর্টের খালাসের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

৫২ পৃষ্ঠার এই রায় সোমবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে তারেক রহমানের জব্দকৃত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

গত ২৮ মে বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আপিল মঞ্জুর হওয়ায় দুই ধারায় মোট নয় বছরের সাজা থেকে তারেক রহমান এবং তিন বছরের সাজা থেকে ডা. জুবাইদা রহমান খালাস পেয়েছেন।

এর আগে, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০২৩ সালের ২ আগস্ট বিচার শেষে ঢাকার একটি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে দুই ধারায় নয় বছর এবং ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

ডা. জুবাইদা রহমান ২০২৪ সালের মে মাসে দেশে ফিরে একমাস অবস্থান করে পুনরায় যুক্তরাজ্যে ফিরে যান।

বর্তমানে মামলার আপিল নিষ্পত্তির পর তারা উভয়েই খালাস পেলেন। 

শেয়ার করুন