প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য।" রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সমাবেশটি বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ।
তারেক রহমান বলেন, গত দেড় দশকে ৪ কোটির বেশি নতুন ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সামনে জাতীয় নির্বাচন—এটাই সময় হারানো অধিকার ফিরে পাওয়ার। তিনি তরুণদের উদ্দেশে বলেন, “ধানের শীষ প্রতীকে তোমাদের প্রথম ভোট হবে তোমাদের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার।”
তিনি আরও বলেন, “চলো, আজ আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি— আমাদের প্রথম ভোট হবে বাংলাদেশের পুনর্গঠনের জন্য, শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্য, এবং ইনশাআল্লাহ, আমাদের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য।”