Bangla
8 days ago

তেজগাঁওয়ে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর তেজগাঁওয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩টা নাগাদ শুরু হওয়া এই অবরোধ প্রায় চার ঘণ্টা ধরে চলে।

শ্রমিকরা অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করে বিক্ষোভ করেন। তারা জানান, মহানবী (সা.)-কে কটূক্তির ঘটনায় তারা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন এবং দোষীর কঠিন শাস্তি চান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার একজন কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তি একজন হিন্দু শ্রমিক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করলেও শ্রমিকরা রাস্তা ছাড়েনি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অবরোধের কারণে এলাকায় তীব্র যানজট দেখা দেয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 

শেয়ার করুন