টেকনাফে আর্টিসনাল ট্রলিং বোট জব্দ, সামুদ্রিক মাছসহ ১৭ জেলে আটক
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট এবং ১৮ হাজার টাকা মূল্যের ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার টেকনাফের মহেশখালীয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এই অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।
শুক্রবার (৮ জুলাই) বিকালে কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ আগস্ট সকাল ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীরদ্বীপ কর্তৃক মহেশখালীয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দকৃত বোট তল্লাশি করে ১৮ হাজার টাকা মূল্যের ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলেকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।
তিনি আরও বলেন, পরবর্তীতে চট্টগ্রাম মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়। পাশাপাশি মালিক পক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছ ২০% ভ্যাট সহ ১৮ হাজার টাকা নিলামে বিক্রি করে নিলামকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। এবং মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন।
tahjibulanam18@gmail.com