প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
কক্সবাজারের টেকনাফে বালু বোঝাই একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক পথচারী যুবক নিহত হয়েছেন।নিহত হলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৭ এর বাসিন্দা কামাল হোসেনের ছেলে মো. এবাদুল্লাহ (৩০)। এসময় তিনজন ব্যক্তি গুরুতর আহত হন।
রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফর হোয়াইক্যং ইউপিস্থ তুলাতুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ওসি মো. নুরুল আবছার।
স্থানীয়রা জানান, পালংখালী থেকে হ্নীলাগামী বালু বোঝাই ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ফুটপাতে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে একজন নিহত এবং ৩ জন পথচারী আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং গাড়ি জব্দ করেছেন।
হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করে থানায় নেয়া হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।