Bangla
3 days ago

টেকনাফে ফের তিন কৃষক অপহরণ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে তিন কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে।

অপহৃতরা হলেন,উপজেলার বাহারছাড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), একই এলাকার কালো সওদাগরের ছেলে ভুট্টো (৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে হন্যাইয়া (১৪)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া নামক একটি পাহাড়ি এলাকা থেকে এই তিনজন কৃষককে অপহরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলার বাহার ছড়ার পাহাড়ি অঞ্চলের কৃষি জমিতে কাজ করছিলেন একই এলাকার তিনজন কৃষক। এ সময় হঠাৎ পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়। 

এদিকে গণমাধ্যমে এমন তথ্য নিশ্চিত করে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ফসলি জমি থেকে ২ কৃষক ও একজন রাখালকে অপহরণের ঘটনাটি শুনেছি। স্থানীয়দের সহায়তায় পুলিশের টিম অপহৃতদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ দেয়নি অপহৃতদের পরিবার।

সর্বশেষ চলতি বছরের ৩ জুন হোয়াইক্যং-শামলাপুর পাহাড়ি সংযোগ সড়কে ৫ জনকে অপহরণ করা হয়। 

tahjibulanam18@gmail.com

শেয়ার করুন