Bangla
6 days ago

টেক্সাসে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১৯

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যাঞ্চলে হওয়া ভয়াবহ বন্যায় বুধবার সকাল পর্যন্ত অন্তত ১১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে।

ক্যের কাউন্টির শেরিফ ল্যারি লাইথা জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই কাউন্টিতে এখনও অন্তত ১৬১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে গুয়াদালুপ নদীর পাশের একটি অল-গার্লস সামার ক্যাম্পের পাঁচজন কিশোরী ও এক পরামর্শদাতা (কাউন্সেলর) রয়েছেন।

মঙ্গলবার রাতে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, পুরো রাজ্যজুড়ে এখনও অন্তত ১৭৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিহতদের সম্মানে ১৪ জুলাই সূর্যোদয় পর্যন্ত অঙ্গরাজ্যের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি, বলে জানিয়েছে সিনহুয়া।

এদিকে, মঙ্গলবার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় গ্রাম রুইডোসোতে আকস্মিক বন্যায় আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষদের তথ্য অনুযায়ী, গত এক দশকে দেশটিতে প্রতি বছর গড়ে ১১৩ জন মানুষ বন্যায় প্রাণ হারিয়েছেন, যা আবহাওয়া-সংক্রান্ত মোট মৃত্যুর প্রায় ছয় ভাগের এক ভাগ। 
 

শেয়ার করুন