Bangla
7 days ago

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১০৯, নিখোঁজ ১৮০

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের টেক্সাস হিল কান্ট্রিতে আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। মঙ্গলবার পর্যন্ত এই প্রাণঘাতী দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে, যাদের মধ্যে অনেকেই শিশু। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ, যাদের খোঁজে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ ও কাদামাটির মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই দুর্যোগকে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী বন্যাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখনও ১৮০ জনেরও বেশি মানুষের ভাগ্য অনিশ্চিত অবস্থায় রয়েছে।

বন্যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টি ও এর প্রশাসনিক শহর কারভিলে। শুক্রবার ভোরে টানা ভারি বৃষ্টিপাতের কারণে গুয়াডালুপে নদী উপচে হড়কা বান সৃষ্টি হয়। এতে প্রায় ২৫ হাজার মানুষের শহর কারভিল পরিণত হয় দুর্যোগপূর্ণ একটি এলাকায়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, বন্যায় বহু ঘরবাড়ি ও অবকাঠামো সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দার পাশাপাশি পর্যটকরাও রয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। 

শেয়ার করুন