প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। আজ সোমবার স্মাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভারতের এই ব্যাটসম্যান জানান, তিনি আর লাল বলের ক্রিকেটে খেলবেন না।
এর আগে, গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তিনি। এখন থেকে তিনি কেবল ওয়ানডে ম্যাচেই মনোযোগ দেবেন ৩৬ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।
অবসর ঘোষণার পোস্টে কোহলি লিখেছেন, “১৪ বছর আগে টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি নীল জার্সি পরেছিলাম। সত্যি বলতে, এই যাত্রা কোথায় যাবে তা কখনও কল্পনায়ও আসেনি। এই ফরম্যাট আমাকে কঠিনভাবে পরীক্ষা নিয়েছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে, যা সারাজীবন আমার সঙ্গে থাকবে।”
টেস্ট ক্রিকেটের প্রতি নিজের আবেগ বোঝাতে গিয়ে কোহলি আরও লেখেন, “সাদা জার্সির এই ফরম্যাটের মধ্যে একটা গভীর ব্যক্তিগত টান রয়েছে। এর সঙ্গে জড়িয়ে থাকে নীরব পরিশ্রম, দীর্ঘ সময়ের লড়াই, ছোট ছোট মুহূর্ত—যেগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে গেঁথে থাকে চিরদিন।”
কোহলি লেখেন, “এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে আমার কাছে এটিই সঠিক মনে হয়েছে। আমি টেস্ট ক্রিকেটকে আমার সর্বোচ্চটা দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি।”
শেষে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “আমি বিদায় নিচ্ছি কৃতজ্ঞ হৃদয়ে—এই খেলাটার প্রতি, আমার সতীর্থদের প্রতি এবং সেই সকল মানুষের প্রতি যারা আমাকে সম্মান ও ভালোবাসা দিয়েছেন।”
নিজের টেস্ট পরিচয় স্মরণ করে কোহলি বলেন, “আমি ভারতের ২৬৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে সবসময় গর্ব অনুভব করব। আমার এই যাত্রা আমাকে সবসময় হাসির কারণ হয়ে থাকবে।”
উল্লেখ্য, ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। এরপর দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে তিনি ১২৩টি টেস্ট খেলেছেন, যেখানে করেছেন ৯২৩০ রান এবং পেয়েছেন ৩০টি সেঞ্চুরি।