Bangla
2 days ago

থানায় হামলার ঘটনায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

ফাইল ছবি।
ফাইল ছবি।

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

বহিষ্কৃত নেতারা হলেন—কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন এবং সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখেন। 

জানা গেছে, রাজধানীর এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মিথুনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এ ঘটনার পর মিথুনকে মুক্ত করার জন্য তার সমর্থকরা থানায় হামলা চালায়। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় কমিটি মিথুন ও তার সহযোগী রিয়াজুল হাসান রাসেলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। 

শেয়ার করুন