Bangla
2 days ago

টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর টিকাটুলি এলাকায় একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (২ জুলাই) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ইউনিট পাঠায়। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে কিছু জানা যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

শেয়ার করুন