প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বিএনপি ১০ম, ১১তম ও ১২তম জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনায় জড়িত প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারসহ মোট ১৯ জনের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে মামলা দায়ের করেছে।
আজ রোববার (২২ জুন) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীর শেরে বাংলা নগর থানায় এ মামলা দায়ের করে।
মামলার অভিযোগপত্রে নাম উল্লেখ করা ১৯ জনের মধ্যে আছেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া, আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
বিএনপির অভিযোগ, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ এবং একতরফাভাবে পরিচালিত হয়েছে। বারবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাসহ নিয়োগের আহ্বান জানানো হলেও সেসব উপেক্ষা করে নির্বাচন আয়োজন করা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন খান বলেন, “এসব নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ উঠলেও সে সময়ের প্রধান নির্বাচন কমিশনাররা কোনো ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
এর আগে, তারা আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, চলতি জুন মাসের শুরুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস নির্দেশ দেন, ওই তিনটি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের জন্য।