প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আগামী তিনদিনের জন্য “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে ঘোষিত সকল অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। জাতীয় শোক ও সম্মান জানানোর অংশ হিসেবে ‘জুলাই পুনর্জাগরণ’-এর আওতায় পূর্বঘোষিত সকল অনুষ্ঠান ২২, ২৩ ও ২৪ জুলাই স্থগিত করা হয়েছে।
এর আগে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।