Bangla
21 days ago

ট্রাক মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট, প্রাণ গেল মেকানিকের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়  ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন রুবেল ইসলাম (২৫) নামের এক মেকানিক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারি হাবিব।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় দেবীগঞ্জ পৌরসভার আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল ইসলাম ভোলা সদর উপজেলার রামদাসপুর ইউনিয়নের রাজারামপুরের কালুর ছেলে। দীর্ঘ দিন ধরে নীলফামারী জেলার ডোমার  উপজেলায় বোনের বাড়িতে থেকে দেবীগঞ্জে মেকানিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার উপজেলা থেকে একটি ডাম্প ট্রাক মেরামতের জন্য দেবীগঞ্জের আব্দুলপুর এলাকায় জুয়েল নামের এক মেকানিকের দোকানে আনা হয়। মেরামতের সময় অসাবধানতাবশত ট্রাকের বডির একটি অংশ পাশের পল্লী বিদ্যুৎ বিভাগের ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে গাড়িটি বিদ্যুতায়িত হলে রুবেল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন ট্রাকের সহকারী হাবিব।

স্থানীয় দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে রুবেলকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত হাবিবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন। নিহতের পরিবার হতে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

skdoyle77@gmail.com 

শেয়ার করুন