প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিলিয়ন ডলারের বাজেট কাটছাঁট ঠেকাতে ফেডারেল আদালতে এ মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ট্রাম্প প্রশাসনের মধ্যে চলমান টানাপোড়েনের ধারাবাহিকতায় এই মামলা সামনে এসেছে। মূলত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনের কিছু দাবি প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে।
প্রশাসনের দাবিগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য সংক্রান্ত কার্যক্রম সীমিত করা এবং ইহুদি বিদ্বেষ মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেওয়া। তবে হার্ভার্ড জানিয়ে দেয়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিজেদের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার থেকে পিছিয়ে আসবে না।
এর আগে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প হার্ভার্ডের জন্য নির্ধারিত ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের করমুক্ত সুবিধা বাতিলের হুমকি দেন।
হার্ভার্ডের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট অ্যালান এম. গারবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেন, "সরকারি হস্তক্ষেপের এই ধারা ভয়াবহ ও দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে।" তিনি জানান, তহবিল বন্ধ হয়ে যাওয়ায় শিশুদের ক্যান্সার, আলঝেইমার ও পারকিনসন্স রোগ নিয়ে চলমান গুরুত্বপূর্ণ গবেষণাগুলো বাধাগ্রস্ত হচ্ছে।
হার্ভার্ড কর্তৃপক্ষ মামলায় উল্লেখ করেছে, "এই মামলা এমন এক পরিস্থিতি তুলে ধরছে, যেখানে কেন্দ্রীয় সরকার আর্থিক সহায়তা বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছে।"
তাদের আরও দাবি, শুধু তহবিল নয়, বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া নিয়েও প্রশাসনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে।
তবে এই মামলার বিষয়ে এখনো হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।