প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের তরুণদের মাঝে বিএনপি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আসন্ন ১৩তম জাতীয় নির্বাচনে বিএনপি ৩৮.৭৬% ভোট পাবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।
আজ প্রকাশিত “ইউথ ইন ট্রানজিশন: ন্যাভিগেটিং জবস, এডুকেশন অ্যান্ড চেঞ্জিং পলিটিকাল সিনারিও পোস্ট জুলাই মুভমেন্ট” শীর্ষক জরিপ অনুযায়ী, জামায়াতে ইসলামি ২১.৪৫% ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ১৫.৮৪% ভোট পেতে পারে। অন্য ইসলামপন্থী দলগুলো ৪.৫৯% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জামায়াত, এনসিপি ও অন্যান্য ইসলামপন্থী দলগুলো যদি নির্বাচনী জোট গঠন করে, তাহলে তারা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই সম্ভাবনাই এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু।
জরিপে আরও দেখা যায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারা ১৫.০২% ভোট পেতো। জাতীয় পার্টি পেতে পারে ৩.৭৭% এবং অন্যান্য রাজনৈতিক দল ০.৫৭%।
সানেম নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, “জরিপের নমুনা আকার ছোট হওয়ায় এটি জাতীয় জনমতের পূর্ণ প্রতিফলন নয়, তবে অংশগ্রহণকারীদের অভিমত বোঝার একটি ইঙ্গিত হতে পারে।”
নির্বাচন সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন বেশিরভাগ উত্তরদাতা। ৭৬.৭৮% যুবক ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছেন, আর ৪০.৮৯% মনে করেন আসন্ন নির্বাচন মধ্যম মাত্রায় সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
 
 
 For all latest news, follow The Financial Express Google News channel.
              For all latest news, follow The Financial Express Google News channel.