Bangla
5 days ago

তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার তরুণদের তাদের স্বপ্ন বাস্তবায়ন এবং সমাজে অর্থবহ পরিবর্তন আনতে আরও বেশি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ রাজনৈতিক কর্মীদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। 

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা তরুণদের রাজনীতিতে যোগদানে উৎসাহ দিচ্ছি; নতুবা তারা নীতিনির্ধারণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে পারবে না।”

নরওয়েজিয়ান প্রতিনিধি দলে ছিলেন সোশ্যালিস্ট ইউথ লিগের ডেপুটি লিডার নাজমা আহমেদ, এউএফ-এর আন্তর্জাতিক নেতা ও সেন্ট্রাল বোর্ডের সদস্য ফাউজি ওয়ারসাম, সেন্টার পার্টির সদস্য ডেন স্কোফটেরুদ, কনজারভেটিভ পার্টির সদস্য ওলা সভেনেবি, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটদের সদস্য হাডলে রাসমুস বিজুল্যান্ড, গ্রীন পার্টির সহযোগী সংগঠন গ্রিন ইউথের সদস্য টোবিয়াস স্টোক্কেল্যান্ড এবং ইয়ং লিবারালস অব ইনলানদেটের সাবেক নেতা থাইরা হাকনসলোকেন।

প্রফেসর ইউনূস তাদের রাজনৈতিক পটভূমি, দৃষ্টিভঙ্গি ও কার্যক্রম সম্পর্কে জানতে চান। তিনি নরওয়ের মূলধারার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের হার সম্পর্কেও জিজ্ঞেস করেন।

নরওয়েজিয়ান প্রতিনিধিরা বলেন, বাংলাদেশে দেখা গেছে অনেক তরুণ এখনও জীবনে একবারও ভোট দিতে পারেননি।

তারা জানতে চান, বাংলাদেশে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কী পদক্ষেপ নিচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, "নতুন সরকারের মূল অঙ্গীকার হচ্ছে কাঠামোগত সংস্কার করা। গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। তিন মেয়াদ জুড়ে একটি ভুয়া ভোটব্যবস্থা চালু ছিল। কর্তৃপক্ষ এটিকে বিশাল সাফল্য দাবি করলেও বাস্তবে কেউই ভোট দিতে পারেনি। তাই ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন।" 

তিনি জানান, ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে এনে নতুন করে একটি কাঠামো গঠন করাই এখনকার কাজ। 

তিনি আরও বলেন, "এটি আমাদের জন্য একটি রূপান্তরকাল। আমি শুধু চাই এই রূপান্তর যেন সংক্ষিপ্ত হয়।" 

শেয়ার করুন