Bangla
3 days ago

তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বুধবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে এমন একটি কার্যকর সমাধান প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ নিয়ে আর অস্থিরতা তৈরি না হয় বা বিষয়টি বারবার আদালতের দারস্থ না হয়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সহ একাধিক পক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) এ বিষয়ে শুনানি একদিনের জন্য মুলতবি করা হয়। শুনানির শুরুতেই আবেদনকারীদের পক্ষে আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে যে বিচারপতিরা রায় দিয়েছিলেন, পরবর্তীতে তারা সবাই প্রধান বিচারপতির পদে নিয়োগ পেয়েছেন।

শেয়ার করুন