Bangla
2 days ago

তুরস্কে মুখ থুবড়ে পড়ল রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার (১৫ মে) রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। শুক্রবার (১৬ মে) আলোচনা হতে পারে—তবে নির্দিষ্ট সময় ঘোষণা হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আঙ্কারায় এরদোয়ানের সঙ্গে বৈঠক করে রুশ প্রতিনিধিদলের গুরুত্ব নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব পাঠানো হয়নি, আলোচনা গুরুত্বহীন।

রাশিয়ার পক্ষ দাবি, তারা প্রস্তুত। তবে ইউক্রেন বলছে, রাশিয়া শুধু লোক দেখানোর জন্য লোক পাঠিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পও শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নাকচ করেছেন। ট্রাম্প জানান, পুতিনের অনুপস্থিতিতে সমাধান সম্ভব নয়।

শেয়ার করুন