Bangla
8 hours ago

উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী কাটাখাল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

অধিনায়ক জানান, সীমান্ত পিলার বিআরএম-১৮ এর নিকটবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে পালংখালী বিওপির একটি বিশেষ আভিযানিক দল বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল নামক স্থানে কৌশলে অবস্থান করেন। আনুমানিক রাত ৮টা ১০ মিনিটের দিকে মায়ানমার থেকে ৭ জন ব্যক্তি মাছের ঘেরের রাস্তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের উপর আসতে দেখে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা ৪টি কাপড়ের কালো ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৪৮ কাটে সর্বমোট চার লক্ষ আশি হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, পাচারকারীরা মিয়ানমারে পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক পাচারের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উক্ত মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

tahjibulanam18@gmail.com 

শেয়ার করুন