Bangla
3 days ago

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরওয়ে, ডেনমার্ক ও রয়েল ডেনিশ দূতাবাসের প্রতিনিধিরা এক সৌজন্য সাক্ষাত করেছেন।

রোববার সকালে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে টেকসই উন্নয়ন, শিক্ষা, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়নের জন্য কোয়ালিটি এডুকেশন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কৃষি খাতের আধুনিকায়ন অপরিহার্য।”

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত পরিকল্পনা অনুযায়ী পার্বত্য অঞ্চলের ১০০টি স্কুলে স্টারলিংকের মাধ্যমে ডিজিটাল কার্যক্রম চালু হচ্ছে, যার অনেকগুলোতেই ইতোমধ্যে মাল্টিমিডিয়া ক্লাস শুরু হয়েছে।

স্থানীয় ভাষাভিত্তিক বই মুদ্রণ ও ভাষা শিক্ষকদের প্রশিক্ষণ, কাপ্তাই লেকের সঠিক ব্যবহার, কর্মসংস্থান ও পানির সংকট নিরসনে পরিকল্পনার কথাও তুলে ধরেন উপদেষ্টা।

বৈঠকে রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বলেন, “পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বাংলাদেশ সরকারের আন্তরিকতা প্রশংসনীয়।” একই মনোভাব প্রকাশ করেন রয়েল ডেনিশ দূতাবাসের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার (ক্রিস) এবং ডেনমার্ক দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ও হেড অফ পলিটিক্স ওল্লে লানডিন।

বৈঠকে এনসিপি, পিআর, নির্বাচন ও জাতিসংঘ হিউম্যান রাইটস অফিস নিয়েও আলোচনা হয়। কূটনীতিকরা গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিলে উপদেষ্টা জানান, নির্বাচন কমিশন ঘোষিত সময়েই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করছে।

এছাড়া, পার্বত্য চুক্তির বাস্তবায়ন, প্রযুক্তিভিত্তিক কৃষি, পরিবেশবান্ধব ট্যুরিজম, নার্সিং এবং কফি ও কাজু বাদাম চাষে সম্ভাবনার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার, উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান এবং সিনিয়র সহকারী সচিব শুভাশীষ চাকমা। 

শেয়ার করুন