Bangla
3 days ago

উপদেষ্টার দিকে বোতল ছোড়ার ঘটনাও একটি গভীর ষড়যন্ত্রের অংশ: এ্যানী

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশে একটি অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে, যারা স্থিতিশীল পরিস্থিতিকে অশান্ত করতে এবং ভোট (নির্বাচন) ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দির তালহাটি এলাকায় বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

এ্যানী বলেন, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার দিকে বোতল ছোড়ার ঘটনাও একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার হওয়া উচিত। তিনি সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। গত ১৭ বছর ধরে ভোটের সঠিক পরিবেশ ছিল না। মানুষ এখন ভোট দিতে প্রস্তুত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছে। মাঠপর্যায়ের নেতাকর্মীরা পোস্টার-ফেস্টুন লাগিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, এটি গণতন্ত্রের আবহ সৃষ্টি করেছে।

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এটি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি গভীর ষড়যন্ত্রের অংশ। কেউ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করতে চায়। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার সব সমস্যার সমাধান করতে পারে না, সেখানে অন্তর্বর্তী সরকারের হাতে সময় ও ক্ষমতা সীমিত। সব কিছু তাদের পক্ষে সম্ভব নয়।

আওয়ামী শাসনের সমালোচনা করে এ্যানী বলেন, দেশে এখন একদলীয় শাসনের অবসান ঘটিয়ে আবার বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসার পথ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়নমূলক কাজ তাকে জনপ্রিয় করে তোলে। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে বিএনপি এখন মাঠে সক্রিয়। বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্রের ধারণা, ‘ভিশন ২০৩০’ এবং তারেক রহমানের ৩১ দফার সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে দল কাজ করছে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

শেয়ার করুন