Bangla
2 days ago

উত্তেজনার মাঝে ফাতাহ সিরিজের নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো পাকিস্তান

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

পেহেলগামে হামলার ঘটনায় ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।

আজ সোমবার (৫ মে) পাকিস্তান সেনাবাহিনী ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করে বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর একটি প্রতিবেদন।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সোমবার ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ চালায়। এটি চলমান সামরিক মহড়া ‘এক্স ইন্ডাস’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত ন্যাভিগেশন ও নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাসহ বিভিন্ন প্রযুক্তিগত বৈশিষ্ট্য পরীক্ষা করা।

উৎক্ষেপণ অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান এবং সেনাপ্রধান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অংশ নেওয়া সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান এবং দেশের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেন।

দ্য ডনের প্রতিবেদনে আরও বলা হয়, ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কৌশলগত অস্ত্রভাণ্ডারে নতুন সংযোজন। এটি উন্নত ন্যাভিগেশন এবং টার্মিনাল গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এর আগে ২০২৫ সালের মে মাসে পাকিস্তান ৪০০ কিলোমিটার পাল্লার ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে।

শেয়ার করুন