প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ইউক্রেনে সামরিক অভিযানে সহযোগী উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে রাশিয়া রোববার (২৭ জুলাই) থেকে মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে।
রাশিয়ার নর্ডউইন্ড এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টায় ছাড়ার কথা এবং আট ঘণ্টায় উত্তর কোরিয়ায় পৌঁছাবে। একমুখী টিকিটের দাম ধরা হয়েছে ৪৫ হাজার রুবল (প্রায় ৫৭০ ডলার)। প্রতি মাসে একটি ফ্লাইট চলবে।
এর আগে গত ১৭ জুন দুই দেশের রেল যোগাযোগও পুনরায় চালু হয়, যা কোভিডের সময় বন্ধ হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা বাড়তে থাকে। উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের জন্য অস্ত্র ও সৈন্য সরবরাহ করেছে। গত বছর পুতিনের সফরে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও হয়।