Bangla
8 days ago

উত্তরার বিমান দুর্ঘটনা: মৃত্যুর মিছিলে যোগ দিল আয়মানও

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) মারা গেছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আয়মানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আয়মানের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এই নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন