Bangla
7 days ago

উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশু জারিফের মৃত্যু, নিহত বেড়ে ৩৪

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরেক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জারিফ, বয়স ১৪ বছর।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ নিয়ে দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।

জানা গেছে, এখনো পর্যন্ত জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটের দিকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই ও পরে হাসপাতালে একে একে প্রাণ হারান বহু শিক্ষার্থী।

শেয়ার করুন