Bangla
13 days ago
উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে অধিবেশন স্থগিত করলো ঐকমত্য কমিশন
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে জাতীয় ঐকমত্য কমিশনের দুপুরের পরের অধিবেশন স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ অধিবেশন মুলতবির ঘোষণা দেন।
এর আগে তিনি দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে একটি বার্তা পাঠ করেন। এ ছাড়াও, সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করেন।