Bangla
2 days ago

ভালুকায় ত্রিপল মার্ডার: দেবরকে প্রধান করে মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ময়মনসিংহ জেলার ভালুকায় ত্রিপল মার্ডারের ঘটনায় সোমবার (১৪ জুলাই) রাতে নিহত ময়না আক্তারের বড় ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নার দেবর নজরুল ইসলামকে প্রধান ও অজ্ঞাতনামা আরও ১/২ জনকে আসামী করে মামলাটি করা হয়, যার নাম্বার ২৫, দঃবিঃ ৩০২(৩৪)। পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি লোমহর্ষক খুনের মূলহোতা নজরুলকে। মঙ্গলবার সকালে লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ময়মসিং মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভালুকা পনাশাইল সড়কের খারুয়ালী এলাকায় হাইয়ুমের বাড়িতে একই মা, শিশু মেয়ে ও ছেলেকে তিনজন খুন করা হয়। নিহতরা হলেন- নেত্রকোণা কেন্দুয়া উপজেলার কীর্তনখোলা সেনের বাজার এলাকার সুনতু মিয়ার ছেলে রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা বেগম (৭) ও ছেলে নীরব (২)।

ঘটনার পর থেকেই নিহতের দেবর নজরুল ইসলাম পলাতক রয়েছেন। পুলিশ সোমবার সকালে (১৪ জুলাই) তিনজনের লাশ উদ্ধার করে। ময়মনসিংহের ভালুকায় ত্রিপল মার্ডারের ঘটনায় সোমবার (১৪ জুলাই) রাতে নিহত ময়না আক্তারের বড় ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

ভালুকা মডেল থানার ওসি হুমায়ূন কবির বলেন, মামলায় অজ্ঞাত আরও এক-দুজনকে আসামী করা হয়েছে। মূল আসামি নজরুল ইসলামকে ধরার চেষ্টা চলছে। 

nazrulmym@gmail.com 

শেয়ার করুন