প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ভালুকায় দুই শিশু সন্তান ও গৃহবধূসহ ট্রিপল মার্ডারের প্রধান আসামী নিহত গৃহবধুর দেবর নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ূন কবির বলেন, ভালুকা থানার মামলা নং ২৫ তারিখ ১৪/৭/২৫ ইং ধারা ৩০২/৩৪ পেনাল কোড ট্রিপল মার্ডারের প্রধান আসামী নজরুল ইসলাম(২৪) পিতা- সুলতু মিয়া, মাতা সুনেজা সাং কির্তনখোলা সেলের বাজার, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা, বর্তমান ঠিকানা টিএনটি রোড ভালুকা থানা কে ভালুকা থানা পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর গাজীপুর রেলস্টেশন এলাকা থেকে সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে।
ময়মনসিংহ জেলার ভালুকায় ত্রিপল মার্ডারের ঘটনায় সোমবার (১৪জুলাই) রাতে নিহত ময়না আক্তারের বড় ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নার দেবর নজরুল ইসলামকে প্রধান ও অজ্ঞাতনামা আরও ১/২জনকে আসামী করে মামলাটি করেন। যার নাম্বার ২৫,দঃবিঃ ৩০২ (৩৪)। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে লাশ তিনটি ময়/নাতদন্তের জন্য মমেক এ পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডে ভালুকা পনাশাইল সড়কের খারুয়ালী এলাকায় হাইয়ুমের বাড়িতে একই মা, শিশু মেয়ে ও ছেলেকে তিনজন খুন করে হয়। নিহতরা হলেন- নেত্রকোণা কেন্দুয়ার উপজেলার কীর্তনখোলা সেনের বাজার এলাকার সুনতু মিয়ার ছেলে রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা বেগম (৭) ও ছেলে নীরব (২)।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ূন কবির বলেন, মামলায় অজ্ঞাত আরও এক-দুজনকে আসামি করা হয়েছে।