
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘অঞ্জলি লহ মোর’ শিরোনামের ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ভাস্কর্যটি ভাঙার পর শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং পুরাতন কলা অনুষদ ভবনের মাঝখানে পুকুরপাড়ে অবস্থিত এই ভাস্কর্যটি ২০২৩ সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয়।
কবির ‘অঞ্জলি লহ মোর’ গান থেকে অনুপ্রাণিত হয়ে প্রায় চার কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক সৌমিত্র শেখর।
বর্তমানে উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক জাহাঙ্গীর আলমের প্রশাসনের সিদ্ধান্তে ভাস্কর্যটি ভাঙা হয় বলে জানা গেছে।

For all latest news, follow The Financial Express Google News channel.