প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে ভিসা প্রসেসিং ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা, যা আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ভিসা আবেদনের ফি ছিল ৮০০ টাকা।
আইভ্যাক আরও জানিয়েছে, ২০১৮ সালের পর এবারই প্রথম ভিসা প্রসেসিং ফি বাড়ানো হলো। সেবার মান ও অবকাঠামো উন্নত রাখতে এই ফি বৃদ্ধি প্রয়োজন বলে তারা উল্লেখ করেছে।
তবে বিদ্যমান নীতিমালার আওতায় ভারত সরকার বাংলাদেশিদের কাছ থেকে সরাসরি কোনো ভিসা ফি গ্রহণ করে না। অর্থাৎ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা এখনো বিনামূল্যে রয়েছে।