Bangla
8 hours ago

ভেনেজুয়েলের মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল জয়ী

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলের গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। বাংলাদেশ সময় শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

কমিটি জানিয়েছে, মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবিচল ও সাহসী ভূমিকা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ।

নোবেল কমিটি আরও জানায়, অহিংস সংগ্রাম ও গণতন্ত্রের পক্ষে অবিচল অবস্থান নেওয়ার মাধ্যমে মারিয়া কোরিনা মাচাদো শুধু ভেনেজুয়েলার জনগণের কাছেই নয়, বরং বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের জন্যও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

শেয়ার করুন