Bangla
9 months ago

ভিউ পেতে সন্তানদের নির্যাতন, ‘ক্রিম আপা’-র বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সামাজিক যোগাযোগমাধ্যমে টাকা আয়ের জন্য নিজের সন্তানের সাথে নিষ্ঠুর আচরণের অভিযোগে শারমীন শিলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে মামলা হয়েছে। 

বুধবার (৯ এপ্রিল) আশুলিয়া থানায় এ মামলা করেন সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। 

এজাহারে বলা হয়, সন্তানদের আঘাত, উৎপীড়ন, অবহেলা, ও মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করছেন ক্রিম আপা। ফলে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ওই আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 

সাভারের বাইপাইলে ‘ক্রিম আপা বিউটি পার্লার’ নামে শারমীন শিলার একটি পার্লার আছে। এছাড়া তিনি ফেসবুকে রং ফরসার ক্রিম বিক্রি করেন।

এ নিয়ে ৬ এপ্রিল ‘একাই একশো’ নামের শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে কিশোর সাদাত রহমানসহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনদিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন