Bangla
5 days ago

ভোটাধিকার নিশ্চিতের দাবিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ৫ দাবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

নিরাপদ পোস্টাল ব্যালট খাম প্রদানসহ ৫ দফা দাবি জানিয়েছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। আজ সোমবার প্যারিসে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সংগঠনটি। 

বাকি দাবি গুলো হলো, ১৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু করতে হবে; অনলাইন প্ল্যাটফর্মের কারিগরি সক্ষমতা নিশ্চিত করতে হবে; ই-কেওয়াইসি ও ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে ভুয়া নিবন্ধন রোধ করতে হবে এবং প্রতীক বরাদ্দ কমপক্ষে ৪০ দিন আগে সম্পন্ন করতে হবে। 

সংগঠনের নেতারা বলেন, মাত্র ২১ দিনে দেড় কোটি প্রবাসীকে ভোটার নিবন্ধনের আওতায় আনার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম এখনও চালু হয়নি—যা পুরো প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলছে। 

অনুরোধ জানানো হয় যে এরকম একটি পরিষ্কার রোডম্যাপ নির্বাচন কমিশন থেকে প্রকাশ করে প্রবাসীদের ভোটাধিকার রক্ষা এখন সময়ের দাবি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডায়াস্পোরা অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর (অপারেশন) তারিক আদনান মুন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সদস্য ও ইউরোপ প্রতিনিধি ওমর ঢালী এবং জার্মানির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ।

পরবর্তী পর্বে ফ্রান্স প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন এনসিপি ডায়াস্পোরা এলায়ান্স ফ্রান্সের আহবায়ক চৌধুরী ইফতেশাম, যুগ্ম আহবায়ক জনাব ফরমান উল্লাহ, যুগ্ম আহবায়ক মনোয়ার পাটোয়ারী, সদস্যসচিব শাহ পরান শাকিল, ইশতিয়াক আকিব এস এম মাসরুক উদ্দিন, ডাক্তার মাঝহারুল ইসলাম, শাফায়াত হোসাইন (রাব্বী রাজ), মো: সাকিব হোসাইন, আফজাল হোসেন আলভি, রেজোয়ান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

শেয়ার করুন