Bangla
3 days ago

ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রস্তাব

গাজীপুরে একটি আসন বাড়ানোর, বাগেরহাটে কমানোর সুপারিশ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

যেসব জেলায় ভোটার সংখ্যা বেশি, সেসব জেলায় সংসদীয় আসন বাড়ানো এবং যেখানে ভোটার কম, সেখানে আসন কমানোর প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। এই প্রস্তাব অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, “ভোটার সংখ্যাকে ভিত্তি ধরে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। যে জেলায় ভোটার বেশি, সেখানে আসন বাড়ানো হয়েছে; আর যেখানে কম, সেখানে কমিয়ে আনা হয়েছে।”

কমিশনার আরও জানান, সংবিধানের ১১৯ থেকে ১২৪ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের ওপর জাতীয় নির্বাচনের সীমানা নির্ধারণের দায়িত্ব রয়েছে। এ কাজে বিশেষজ্ঞদের মতামত, ঐকমত্য কমিশনের সুপারিশ এবং ২০২২ সালের জনশুমারির তথ্যের ভিত্তিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিভিন্ন বিষয় বিবেচনায় রেখে সীমানা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন