Bangla
3 days ago

ভোটকেন্দ্র দখল হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল: সিইসি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জেতার কোনো সুযোগ নেই।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি জানান, রমজানের আগে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ভোটার তালিকা হালনাগাদ হয়েছে, নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশিত হয়েছে, শিগগিরই শুনানি শুরু হবে।

তিনি বলেন, জেলা প্রশাসক বা পুলিশ সুপারদের মতো পদে যাদের অতীতে অনিয়মের অভিযোগ রয়েছে, তাদের দায়িত্বে রাখা হবে না। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে— কমিশন কঠোর অবস্থানে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, কোনো দলের প্রভাবে নয়, নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, সংবিধানে আনুপাতিক (পিআর) ভোট পদ্ধতি নেই; আইন পরিবর্তন হলে কমিশন সেটি বাস্তবায়ন করবে।

সরকারের চাপ প্রসঙ্গে প্রশ্নের জবাবে সিইসি জানান, সরকার এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি। যদি কখনো চাপ দেওয়া হয়, তিনি পদত্যাগ করবেন।

শেয়ার করুন