Bangla
3 days ago

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স রায়ের রিভিউ শুনানি ১৫ জুলাই

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) সংশোধন সংক্রান্ত আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ মঙ্গলবার (১ জুলাই) শুনানির জন্য নির্ধারিত দিনে আবেদনকারী মন্ত্রিপরিষদ সচিবের আইনজীবী সালাহ উদ্দিন দোলনের অসুস্থতার কারণে সময় চেয়ে আবেদন করা হয়। পরে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ছয় বিচারকের বেঞ্চ সময় মঞ্জুর করে শুনানি মুলতবি রাখেন।

আদালতে আজ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের রিভিউ আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার নিহাদ কবির। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম লিটন ও মো, আনোয়ার হোসেন। অন্যদিকে রিভিউ আবেদনকারী মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন। তিনি অসুস্থ বলে তার পক্ষে আইনজীবী আলী আকবর সময়ের আরজি জানান।

উল্লেখ্য, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে ২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ রায় দেন। পরে ২০১৬ সালের ১০ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের পদক্রম ওপরের দিকে রাখা ও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয়।

এর বিরুদ্ধে ২০১৭ সালে মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির তৎকালীন চেয়ারম্যান রিভিউ আবেদন করেন, যার শুনানি শুরু হয় ২০২৪ সালের এপ্রিল থেকে। এ ধারাবাহিকতায় গত ১৮ মে রিভিউ আবেদনের ওপর শুনানি হয়। সেদিন আদালত শুনানির জন্য আজকের (১ জুলাই) দিন ধার্য করেছিলেন। 

শেয়ার করুন