Bangla
4 days ago

যেকোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার তারেক রহমানের

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশে যেকোনো মূল্যে গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে দল প্রতিশ্রুতিবদ্ধ।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি ও দলের প্রতিটি নেতাকর্মী এই লক্ষ্য অর্জনে দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের আন্দোলনে বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। এই আত্মত্যাগ যেন বিফলে না যায়।

তারেক রহমান অভিযোগ করে বলেন, দেশে চলমান স্বৈরাচারী শাসনের কারণে গণতন্ত্রকে রুদ্ধ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, গত জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় ১০০ শিশুকে হত্যা করা হয়েছিল। এসব হত্যাকাণ্ড শুধু গণতন্ত্র রক্ষার আন্দোলনের কারণেই ঘটেছে।

তিনি জানান, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই সংস্কারের উদ্যোগ নিয়েছিল এবং সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। ৩১ দফার মাধ্যমে জনচাহিদার ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কর্মশালায় অংশ নেওয়া নেতাদের নির্দেশ দেন এই কর্মসূচিগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে।

তারেক রহমান বলেন, দেশের ৭০ শতাংশ ইতিবাচক কাজ বিএনপির শাসনামলে হয়েছে। জনগণ এখনো মনে করে দেশের জন্য ভালো কিছু করতে পারলে সেটা বিএনপিই পারবে। এ আস্থা ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। নারীদের ফ্রি শিক্ষা চালু করা হবে, এবং নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করা হবে।

তারেক রহমান দাবি করেন, বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এক অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হয়ে উঠছে এবং তাদের সঙ্গে আরও কিছু পক্ষ যুক্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি।

কর্মশালায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং অন্যান্য নেতারা।

শেয়ার করুন