
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

যশোরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’-এর ছিনতাই হওয়া ৩৫ লাখ টাকার মধ্যে ৩২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে যশোর পুলিশ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন— যশোর শহরের পোস্ট অফিস পাড়ার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে ইউসুফ আলী সাজু (৩১), ঝিকরগাছা উপজেলার বাকড়া দিগদানা গ্রামের ইসলাইল গাজীর ছেলে রনি গাজী (২৬), একই গ্রামের রাশেদুল ইসলাম খাঁ’র ছেলে সুজন ইসলাম (৩৩), মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইমাদুল গাজী (৪৬), ইমাদুল গাজীর ছেলে নাসিম গাজী (১৯), ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪) ও একই গ্রামের মজনুর রহমানের ছেলে সোহেল রানা (২১)।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নগদের ডিস্ট্রিবিউটর মো. রবিউল ইসলাম ৩৫ লাখ টাকা নিয়ে যশোর থেকে মণিরামপুর যাওয়ার পথে জামতলা এলাকায় দুর্বৃত্তরা প্রাইভেট কারের গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরার চেষ্টা শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার তথ্য অনুযায়ী বাকি ৬ জনকেও ৩২ লাখ ৫ হাজার ৫শ’ টাকা উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের ছিনতাই সংক্রান্ত মামলায় আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.