Bangla
6 days ago

যুবদলের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় ও জেলা-মহানগর পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

রবিবার (১৩ জুলাই) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলটি ফকিরাপুল, দৈনিক বাংলা, প্রেসক্লাব, কদম ফোয়ারা ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে।

এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল অংশ নেবে। একই দিন সারাদেশের জেলা ও মহানগর শাখায়ও বিক্ষোভ মিছিল হবে।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন