উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মাকিন (১৭)।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ৭০ শতাংশ দগ্ধ হয়েছিলেন।
এ নিয়ে এই ঘটনায় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো। অন্যান্য হাসপাতাল মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৩৩।
এর আগে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাতের নিয়মিত ব্রিফিংয়ে, চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। মাকিনের মৃত্যুর পর এখনও সেখানে চিকিৎসা নিচ্ছেন ৪০ জন দগ্ধ আহত।