যুদ্ধবিমান ভূপাতনের প্রসঙ্গে সরাসরি মন্তব্য এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানিয়েছেন, এ নিয়ে সরকার উপযুক্ত সময়েই আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করবে।
কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার পর দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ‘অপারেশন সিন্দুর’ নামে বিমান হামলা চালায় ভারত। এর জবাবে দ্রুতই পাল্টা আক্রমণ করে পাকিস্তান।
পাকিস্তান জানায়, ভারতের এই হামলার পর তাদের সশস্ত্র বাহিনী পাল্টা প্রতিরোধ চালিয়ে ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ান এসইউ-৩০এমকেআই এবং একটি এমআইজি-২৯ ফুলক্রাম।
বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, এ নিয়ে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। পাশাপাশি তিনি পাকিস্তানের অতীতের মিথ্যাচারের প্রসঙ্গ টেনে বলেন, ১৯৪৭ সালে জম্মু-কাশ্মীর আক্রমণ করে পাকিস্তান, তারপর সেটি অস্বীকার করে জাতিসংঘের কাছেও মিথ্যা বলেছিল। সেই প্রবণতা এখনো চলমান।