প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
চার দিন ধরে চলা তীব্র সংঘর্ষের অবসান ঘটিয়ে ভারত ও পাকিস্তান অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন।
ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ভারত ও পাকিস্তান উভয় দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি নিশ্চিত করা হয়। ভারতের কেন্দ্রীয় সরকার জানায়, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পাকিস্তান অভিমুখে সব ধরনের গুলিবর্ষণ বন্ধ রাখবে।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) ভারতীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমও-কে ফোন করে আলোচনায় বসেন। উভয়পক্ষ সিদ্ধান্ত নেয় যে বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও জলপথে সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ থাকবে।
যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করতে দুই দেশই নিজ নিজ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। পাশাপাশি, এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য দুই দেশের ডিজিএমও ১২ মে, সোমবার দুপুর ১২টায় টেলিফোনে পুনরায় কথা বলবেন।