প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে বুধবার (৯ জুলাই) দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, ‘এ ইস্যুতে আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে ভালো কিছু আশা করছে বাংলাদেশ।’
এই আলোচনায় অংশ নিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এদিকে, ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক মাধ্যমে জানান, “৩৫ শতাংশ শুল্ক এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। আলোচনা চলছে এবং ৯ জুলাই পরবর্তী বৈঠক হবে। বাংলাদেশ ইতিবাচক ফলাফলের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এবং আশার সম্ভাবনা এখনও শেষ হয়নি।”
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, “৩৫ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র একটি নতুন চুক্তির খসড়া নথিও পাঠিয়েছে।” এ বিষয়ে তিনি বলেন, “নথিটি বেশ বড়, এখনো পুরোটা পড়া হয়নি। আমাদের দেখতে হবে তারা কী প্রস্তাব দিয়েছে এবং চুক্তির ভিত্তিতে শুল্ক কতটা হ্রাসের সম্ভাবনা রয়েছে।”
উল্লেখ্য, ৯০ দিনের শুল্ক অবকাশ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন।