Bangla
3 days ago

যুক্তরাষ্ট্রের শুল্ক কমায় দুই সরকারকে জামায়াত আমিরের ধন্যবাদ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক হার কমায় দুই দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্র বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর যে উচ্চ হারে শুল্ক আরোপ করেছিল, তা বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র সরকারের সদিচ্ছার ফলে ২০ শতাংশে নেমে এসেছে। এ জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

পোস্টে তিনি আরও লেখেন, তিনি আশা করেন, ড. ইউনূসসহ ভবিষ্যতে যারা দেশের নেতৃত্বে থাকবেন, তারা আন্তর্জাতিক কূটনীতিতে মর্যাদার সঙ্গে দেশের অবস্থান ধরে রাখবেন এবং সম্মানজনকভাবে দায়িত্ব পালন করবেন। এ উদ্যোগের সঙ্গে জড়িত সকলকে তিনি আবারও আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন