Bangla
3 days ago

যুক্তরাষ্ট্রের শুল্ক কমায় পোশাক খাতে স্বস্তি, ব্যয় চাপবে ক্রেতাদের ওপর: বিজিএমইএ সভাপতি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত দীর্ঘ অনিশ্চয়তার পর তৈরি পোশাক খাতের জন্য স্বস্তি নিয়ে এসেছে।

আজ শুক্রবার (১ আগস্ট) এক লিখিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।

মাহমুদ হাসান খান বলেন, “এই অতিরিক্ত শুল্ক সরবরাহকারীদের নয়, আমদানিকারক ও ক্রেতাদেরই বহন করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, যদিও বাংলাদেশ পাকিস্তানের তুলনায় ১ শতাংশ বেশি শুল্কের মুখোমুখি হচ্ছে, তবে ভারতের তুলনায় ৫ শতাংশ ও চীনের তুলনায় ১০ শতাংশ কম শুল্ক হওয়ায় দেশটি এখনো প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, ক্রেতারা যদি অতিরিক্ত অর্থায়নের সুযোগ না পান, তাহলে অর্ডার কমিয়ে দিতে পারেন, কারণ বাড়তি শুল্ক তাদের অর্থপ্রবাহে প্রভাব ফেলতে পারে।

তিনি বিজিএমইএ সদস্যদের প্রতি আহ্বান জানান, যেন তারা এই অতিরিক্ত ব্যয় নিজেরা বহন না করেন এবং জোর দিয়ে বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভোক্তাদেরই এই খরচ বহন করতে হবে। এছাড়াও, ভবিষ্যতে ঝুঁকি এড়াতে তিনি বাংলাদেশের বাণিজ্যিক প্রতিশ্রুতি যথাযথভাবে পালনের গুরুত্বও তুলে ধরেন।

শেয়ার করুন