অক্ষর
2 years ago

কেলেঙ্কারিতে আক্রান্ত ব্যাংকে মূলধন প্রবেশ করানো

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ঋণ ও অগ্রিম বিতরণে ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত ফারমার্স ব্যাংক তীব্র তারল্য সংকটে রয়েছে। তবে আমানতকারীদের টাকা পরিশোধে ব্যর্থ হলে ব্যাংকে অতিরিক্ত মূলধন প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত হল যে বর্ধিত মূলধন সরকারী প্রতিষ্ঠান যেমন ICB এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মাধ্যমে ইনজেকশন করা হবে। জনগণের অর্থ অনিরাপদ ব্যাংকে প্রবেশ করানো সরকারের জন্য একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, যদিও রাষ্ট্রকে শেষ অবলম্বন হিসেবে ঋণদাতা হিসেবে এগিয়ে আসতে হবে। কিন্তু ইনজেকশনের পরিমাণ সম্পর্কে একটি লাইন আঁকা উচিত। একটি খারাপভাবে পরিচালিত অনিরাপদ ব্যাংকে জনগণের টাকা ইনজেক্ট করে সরকার কতদূর যাবে তা নিয়ে এখন একটি প্রাসঙ্গিক প্রশ্ন উঠেছে।

একজন ব্যাংকার

শেয়ার করুন